• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতক সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুজন আটক

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৪
ছাতক সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুজন আটক

Sharing is caring!

ছাতক সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে দুজন আটক হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের জোয়ানরা তাদের আটক করে।

বিজিবি জানায়, ১ বছর আগে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে কাজের উদ্দেশ্যে এ দুজন ভারত গিয়েছিলেন। ভারত থেকে একই রকম অবৈধভাবে ছাতকের বনগাঁও (সীমান্ত পিলার ১২৪৩/১০-এস) সীমান্ত দিয়ে সোমবার রাতে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের লবিয়া বিওপির জোয়ানরা রফিকুল ও মফিজুরকে আটক করে।

পরে তাদের সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

আটকরা হলেন- বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া থানার পারমল্লিকপুর গ্রামের মৃত শুক্কুর শেখের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৭) ও যশোর জেলার বাঘারপাড়া থানার রাধানগর গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে মফিজুর রহমান (২৮)।

১১৮ পড়েছেন