• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির আনন্দ মিছিল

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৪
কুড়িগ্রামে বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির আনন্দ মিছিল

Sharing is caring!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুড়িগ্রাম জেলা নবগঠিত আহবায়ক কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্বলিত ব্যানার নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিলে যোগ দেয়। এতে মহুর্তেই মিছিলের নগরীতে পরিণত হয় কুড়িগ্রাম শহর।

মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে এক বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় টাউন হল মার্কেটে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক আব্দুল খালেক।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা বিএনপির নবাগত আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

সমাবেশে নবগঠিত আহবায়ক কমিটি আগামীতে সকল ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী ও সুসংগঠিত আহবায়ক কমিটি গঠনের প্রতিশ্রুতি দেন এবং আগামী নির্বাচনে চারটি আসনকে বিএনপির ঘাঁটি হিসেবে তৈরি করে প্রতিটি আসন থেকে বিএনপির এমপি উপহার দিবেন মর্মে অঙ্গিকার ব্যক্ত করেন।

১১৪ পড়েছেন