• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৪
পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

Sharing is caring!

পুকুরের পানিতে ডুবে আয়শা সিদ্দিকা আনয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিশ্বনাথ পৌরসভার রামধানা কাড়ার পাড় গ্রামে ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আয়শার মামা সাংবাদিক আক্তার আহমদ শাহেদ জানান, সোমবার সকাল ১০টার দিকে খারারপাড় গ্রামে তার নানা বাড়িতে পুকুরের পানিতে পড়ে যায়৷ পরে দ্রুত উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে দায়িত্বরত মেডিকেল অফিসার সুনির্মল বিশ্বাস পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত আয়শা সিদ্দিকা আনয়া রামধানা দক্ষিণপাড়ার মৃত সেবুল আহমেদ ও শিরিন সুলতানা সুমি দম্পতির একমাত্র সন্তান।

৮১ পড়েছেন