Sharing is caring!
পৌষ মাস শেষ হয়ে মাঘ মাসের শুরু হয়েছে। আগামী রোববার থেকে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী শনিবার থেকে দেশের তাপমাত্রা কমতে থাকবে। পরের দিন অর্থাৎ, রোববার থেকে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
তিনি জানান, শীতের সময় হিসেবে বর্তমানে দেশে চলমান তাপমাত্রা কিছুটা অস্বাভাবিক। বিগত কয়েক বছর তুলনায় এখন পর্যন্ত এবার শীত কম।
শৈত্যপ্রবাহ উত্তরাঞ্চল থেকে ছড়াবে কিনা? প্রশ্নের জবাবে শাহিনুল ইসলাম বলেন, ‘সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আগামী শুক্রবার বা শনিবারে বলা যাবে।
আবহাওয়াবিদরা বলছেন, জানুয়ারি দেশের সবচেয়ে শীতলতম মাস। এই সময়ে এক থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায়, এবার ব্যতিক্রম। ডিসেম্বরে তাপমাত্রা গতবারের থেকে অনেক বেশি ছিল। সাধারণত নভেম্বরে ঘূর্ণিঝড় হয়। ডিসেম্বরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় না। এ বছর ব্যতিক্রম দেখা গেছে।
৭৮ পড়েছেন