• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের আফিয়া আনজুম সুপ্তি নামে এক নারী কর্মীকে আটক অতঃপর

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫
নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের আফিয়া আনজুম সুপ্তি নামে এক নারী কর্মীকে আটক অতঃপর

Sharing is caring!

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের আফিয়া আনজুম সুপ্তি নামে এক নারী কর্মীকে আটক করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষা প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা। যদিও তার বিরুদ্ধে ফৌজদারি কোনও অপরাধ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, অভিযুক্ত আফিয়া আনজুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স পরীক্ষার সার্টিফিকেট তুলতে আসেন। তারপর সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে অবগত করেন।

এ সময় আফিয়া বলেন, আমি ছাত্রলীগ করতাম। শেখ মুজিবের আদর্শকে ধারণ করি। কিন্তু আমাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। আমার ছাত্রলীগের কমিটিতে কোনও পদ ছিল না। আমার কারও সঙ্গে কোনও ঝামেলা ছিল না।। আদর্শকে ধারণ করা- আমি অন্যায় কিছু মনে করি না।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সুপ্তিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে আটক করে শিক্ষার্থীরা।

পুলিশ বক্সের এসআই মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, আমরা প্রশাসন থেকে কল পেয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছি। তার বিরুদ্ধে কোনও অভিযোগ বা কোনও মামলা থাকলে আমরা তাকে চালান করে দেবো।

তবে পরে প্রক্টর অফিস জানায়, আটক ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ফৌজদারি কোনও অপরাধ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীরা তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে এসেছে। আমরা পুলিশি ব্যবস্থা নিয়েছি, সঙ্গে সঙ্গে পুলিশকে অবগত করা হয়েছে।

১০২ পড়েছেন