• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাদ্রাসা শিক্ষকদের লাঠিপেটা করেছে পুলিশ

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৫
মাদ্রাসা শিক্ষকদের লাঠিপেটা করেছে পুলিশ

Sharing is caring!

চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের লাঠিপেটা করেছে পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে জলকামানও ব্যবহার করা হয়। এ সময় কয়েকজন শিক্ষক আহত হয়েছেন।

এর আগে, শিক্ষকরা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড় থেকে থানার সামনে পর্যন্ত এ ঘটনা ঘটে। পূর্বঘোষণা অনুযায়ী সকাল থেকেই সারাদেশ থেকে আসা ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকেরা শাহবাগে জড়ো হতে থাকেন।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও কর্মসূচি ঘোষণা করেন তারা।

আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম লিখিত বক্তব্যে বলেন, ১৯৮৪ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে রেজিস্ট্রেশন দেওয়া হয়। ১৯৯৪ সালে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ৫০০ টাকা সরকারি অনুদান দেওয়া হয়। ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও এক হাজার ৫১৯টি ইবতেদায়ি মাদরাসার ব্যাপারে তিন হাজার ৩০০ টাকা অনুদান দেওয়া ছাড়া এমপিওভুক্তও করা হয়নি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে এলেও কোনো সুযোগ-সুবিধা পাইনি।

গত শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের সদস্যসচিব মোহাম্মাদ আল-আমিন।

১০৬ পড়েছেন