• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করছে একটি চক্র,মন্ত্রণায়ের অনুরোধ

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৫
ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করছে একটি চক্র,মন্ত্রণায়ের অনুরোধ

Sharing is caring!

ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করছে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট, গ্রুপ, পেজ খুলে একটি সংঘবদ্ধ চক্র চটকদার বিজ্ঞাপন প্রচার করে । এতে প্রতিদিনই অনেক যাত্রী প্রতারিত হচ্ছেন। তাই রেল সেবা অ্যাপ ও কাউন্টার থেকে ট্রেনের টিকিট সংগ্রহের অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

রোববার (২৬ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এ অনুরোধ জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিট ক্রয় করে প্রতারিত না হওয়ার জন্য সর্বসাধারণকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। এ ছাড়া টিকিট কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বার্তায় বলা হয়, বাংলাদেশ রেলওয়ে সব আন্তঃনগর ট্রেনের টিকিট রেল সেবা অ্যাপের মাধ্যমে অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে। ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট, গ্রুপ, পেজ খুলে একটি সংঘবদ্ধ চক্র চটকদার বিজ্ঞাপন প্রচার করে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির চেষ্টা করছে। এতে প্রতিদিনই অনেক যাত্রী প্রতারিত হচ্ছেন মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে।

১৫১ পড়েছেন