• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাটোর-রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে সড়ক অবরোধ করেছেন কৃষকরা

admin
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫
নাটোর-রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে সড়ক অবরোধ করেছেন কৃষকরা

Sharing is caring!

নাটোর-রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে সড়ক অবরোধ করেছেন কৃষকরা। এতে ভোগান্তিতে পড়েন ঢাকা ও রাজশাহী রুটের শত শত যাত্রী।

এর আগে, বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যহার কর, কৃষকের জীবন বাঁচাও এই স্লোগান নিয়ে কৃষকরা বিক্ষোভ করেন। ওই বিক্ষোভ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেয় কৃষকরা।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের বেলঘড়িয়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় আরও বক্তব্য রাখেন কৃষক সৈয়দ আলী, নাজির উদ্দিন বাবু, আমান উল্লাহ, হাফিজুর রহমান, মইনুল ইসলামসহ অনেকেই।

কৃষক রফিকুল ইসলাম বলেন, কৃষকের ওপর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ ভ্যাট বাড়ানো হয়েছে। ফলে বেশি দামে ফসল উৎপাদন করে কম দামে বিক্রি করতে হচ্ছে। এক বিঘা জমিতে ৫০ হাজার টাকায় টমেটো চাষ করে তা ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে না। ফলে চাষিরা লোকসানে পড়ছে। দ্রুত এ ভ্যাট প্রত্যাহার করতে হবে।

৮২ পড়েছেন