• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ওসি মজিবুর রহমানকে গ্রে প্তা র

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫
ওসি মজিবুর রহমানকে গ্রে প্তা র

Sharing is caring!

সাবেক ওসি মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্র আন্দোলনে উত্তরা এলাকায় নির্বিচার হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে মজিবুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম হাসান জানান, সাবেক ওসি মো. মুজিবুর রহমানকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে উত্তরা এলাকায় পুলিশের গুলিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। মজিবুর রহমান সেই সময় উত্তরা পূর্ব থানার ওসির দায়িত্বে ছিলেন।

ছাত্র-জনতা হত্যার সঙ্গে যুক্ত থাকায় গত ৮ জানুয়ারি শাহ আলমকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে তাকে উত্তরা পূর্ব থানায় আনা হয়। কিন্তু তিনি থানা থেকে পালিয়ে যান।

আওয়ামী সরকার পতনের দুদিন আগে ২ আগস্ট তাকে বদলি করা হয় এবং শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলমকে উত্তরা পূর্ব থানার ওসির দায়িত্ব দেওয়া হয়।

৮১ পড়েছেন