• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে আরও ৪ জনকে গ্রেফতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫
সিলেটে আরও ৪ জনকে গ্রেফতার

Sharing is caring!

অপারেশন ডেভিল হান্টের’ তৃতীয় দিনে সিলেটে আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। গ্রেফতার সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকমী।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে জেলার বিভিন্ন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ নিয়ে সিলেট জেলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

নতুন করে গ্রেফতারকৃতরা হলেন, সিসিকের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালেহীন আহমেদ মাহি, জালালপুর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ০৮ নং ওয়ার্ড যুবলীগ কর্মী দুলাল আহমেদ (৫০) ও জাহির আলী (৩৬)।

৭৪ পড়েছেন