• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চুরির অপবাদ দেওয়ার প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে ৬ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫
চুরির অপবাদ দেওয়ার প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে ৬ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

Sharing is caring!

বাবার বিরুদ্ধে চুরির অপবাদ দেওয়ার প্রতিবাদ করায় কুড়িগ্রামের রাজারহাটে এক স্কুলছাত্রীকে ৬ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে গত রাতে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পরে রাতেই ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করে রাজারহাট থানা পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আসামি মায়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে রাজারহাট থানার ওসি তছলিম উদ্দিন বলেন, মেয়েটির বাবা মোস্তফা মিয়া গত রাতে বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এরপর রাতেই মামলার ২ নম্বর আসামি মায়া বেগমকে গ্রেপ্তার করা হয় এবং সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে ভুক্তভোগী ছাত্রী বলেন, আবদুল কাদের মঙ্গলবার সকাল ৯টার দিকে আমাকে রশি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে। এ ছাড়া আমাকে মারপিট করে হাঁটু, গলা ও পিঠে জখম করায় আমি অসুস্থ হয়ে পড়ি।

৭৯ পড়েছেন