• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাগেশ্বরীতে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয়দের উৎসাহিত করার জন্য সংলাপ অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫
নাগেশ্বরীতে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয়দের উৎসাহিত করার জন্য সংলাপ অনুষ্ঠিত

Sharing is caring!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ ফেব্রুয়ারি  (শনিবার)  সকাল ১১ ঘটিকায় ভিতরবন্দ ইউনিয়নের বানিয়ার ভিটা গ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।  ইউপি সদস্য আমিনুল ইসলামের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খালেকুজ্জামান মজনু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল বারী আপেল, মোসলেম উদ্দিন, রুহুল আমিন।  আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, কমিউনিটি ফ্যাসিলিটেটর সাগর ইসলাম।  বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।

৭২ পড়েছেন