• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুদিন সিলেটে মহানগরের ৩৪ এলাকায় বিদ্যুৎ থাকবে না

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫
দুদিন সিলেটে মহানগরের ৩৪ এলাকায় বিদ্যুৎ থাকবে না

Sharing is caring!

সোম ও মঙ্গলবার (২৪ ও ২৫ ফেব্রুয়ারি) এই দুদিন সিলেটে মহানগরের ৩৪ এলাকায় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢানা নয় ঘন্টা বিদ্যুৎ থাকবে না।

সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামস-ই-আরেফিন প্রেরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, উপশহর ব্লক-এ, সাদারপাড়া, বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোওয়াগাঁও, সাদাটিকর ও আশপাশ এলাকায় সকাল ৮ থেকে বিকেল ৫ পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মিতালী টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্নারপাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া, বিরতী সিএনজি, শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশ এলাকায় সকাল ৮ থেকে সকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

৬২ পড়েছেন