• ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৫
ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

Sharing is caring!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচার নিশ্চত ও ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভূরুঙ্গামারী বাস স্যান্ডে এসে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য ইয়াকুব রহমান শ্রাবন, নয়ন মিয়া নাহিদ, শিক্ষক শাহাদত হোসেন, শিক্ষার্থী রাসেল আহমেদ, তানজিলা আক্তার রঙ্গন, নওশী বিনতে নাসিম, জান্নতুল ফেরদৌসি টুম্পা ও আফিয়া আবিদা সামিহা প্রমূখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা প্রধান উপদেষ্টা সহ আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এরপরে যদি আর একটিও ধর্ষণ হয় এবং বিগত দিনের ধর্ষণের বিচার না হয়, তাহলে আমরা ছাত্র জনতা সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।” এ সময় তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

৪৫ পড়েছেন