• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

টানা দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের,সুখবর পেয়েছেন হৃদয় ও জাকের

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৫
টানা দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের,সুখবর পেয়েছেন হৃদয় ও জাকের

Sharing is caring!

টানা দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। দল ব্যর্থ হলেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। যার স্বীকৃতি স্বরূপ পাকিস্তানের ম্যাচের আগে বড় সুখবর পেয়েছে তারা। আইসিসি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এই দুই টাইগার ব্যাটারের।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) পুরুষদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ তালিকা প্রকাশ করেছে আইসিসি।

যেখানে ১৮ ধাপ উন্নতি করেছেন টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। বর্তমানে তিনি আছেন ৬৪তম স্থানে। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তিনি। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ওই ম্যাচে মাত্র ৭ রান করে আউট হয়েছিলেন। কিউইদের বিপক্ষে ভালো করলে তার আরও বড় লাফ দেয়ার সুযোগ ছিল।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৬ ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠে এসেছেন। তিনি ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি করে উইকেট নিয়েছেন। বোলারদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছেন লঙ্কান স্পিনার মহেশ থিকশানা।

অন্যদিকে ভারতের বিপক্ষে ৬৮ রানের ইনিংসের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ রানের ইনিংস খেলে ৬৪ ধাপ এগিয়েছেন জাকের আলী। তিনি বর্তমানে ৯৪তম স্থানে আছেন।

গত সপ্তাহে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছিলেন শুভমান গিল। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়েও নিজের অবস্থান ধরে রেখেছেন ভারতের এই ওপেনার।

৪৫ পড়েছেন