• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যুবলীগ নেতা ও জয় বাংলা ব্রিগেডের সদস্যকে গ্রেফতার

admin
প্রকাশিত মার্চ ৬, ২০২৫
যুবলীগ নেতা ও জয় বাংলা ব্রিগেডের সদস্যকে গ্রেফতার

Sharing is caring!

সাবেক যুবলীগ নেতা ও জয় বাংলা ব্রিগেডের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৬ মার্চ) ভোরে সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বাবুল আহমদ (৪৫), সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া আটগাঁও গ্রামের রফিক মিয়ার ছেলে। তিনি জয় বাংলা ব্রিগেড সদস্য ও জেলা যুবলীগের সাবেক সদস্য ছিলেন।তার বিরুদ্ধে হাফডজন মামলা রয়েছে।এছাড়া রেকর্ডপত্র পর্যালোচনা করে তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ আরও ৬টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কোতোয়ালি থানার পুলিশের অভিযানে জয় বাংলা ব্রিগেড সদস্য বাবুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। যার মামলা (নং-১৩ (২)’২৫)।

৭৯ পড়েছেন