• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ভারতের ব্যাটিংয়ে ‘ঘূর্ণির ছোবল

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২২
ভারতের ব্যাটিংয়ে ‘ঘূর্ণির ছোবল

Sharing is caring!

সিলেট এইজ: এটাই বুঝি টেস্ট ক্রিকেটের সৌন্দর্য! ঢাকা টেস্টের তৃতীয় দিনের অধিকাংশ সেশন কর্তৃত্ব করেছে ভারত। ম্যাচ থেকে ঠিক ছিটকে যায়নি বাংলাদেশ। তবে সাকিবের দল নিয়ন্ত্রণও হাতে পায়নি। তবে তৃতীয় দিনের শেষ বেলায় ঘূর্ণির জাদুতে কর্তৃত্ব করেছেন মিরাজ-সাকিব। চতুর্থ দিন রোমাঞ্চের শেষের স্বপ্ন এখন দেখতেই পারে টাইগাররা। প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে চার রান বেশি করেও বড় লিড নিতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে জাকির ও লিটনের ব্যাটে ২৩১ রান তোলে স্বাগতিকরা। ভারতের সামনে মাত্র ১৪৫ রানের লক্ষ্য দাঁড়ায়। জবাব দিতে নেমে মেন ইন ব্লুজরা ৪৫ রানে ৪ উইকেট হারিয়েছে। ফিরে গেছেন দলটির টপ ফোর ব্যাটার। স্পিনের যে বিষদাঁত সাকিবরা বসিয়েছেন। তাতে ভারতীয়দের এখন নীল করায় অপেক্ষা।

 

৫৮৭ পড়েছেন