• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি

admin
প্রকাশিত মার্চ ৯, ২০২৫
নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি

Sharing is caring!

নির্বাচন কমিশন (ইসি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য সোমবার (১০ মার্চ) গণবিজ্ঞপ্তি জারি করবে ।

রোববার (৯ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আবেদনের সময় শেষ হওয়ার পর যাচাই-বছাই শেষে শর্ত পূরণ সাপেক্ষে নতুন দলের নিবন্ধ দেওয়া হবে।

তিনি বলেন, ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারির বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে কমিশন। নতুন দলগুলোর নিবন্ধন নিতে ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করা করতে পারবে।

উল্লেখ্য, প্রতি সংসদ নির্বাচনের পূর্বে নতুন দলের নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়ে আবেদন আহ্বান করে ইসি। বর্তমানে ইসির নিবন্ধিত দল হিসেবে রয়েছে ৫৪টি রাজনৈতিক দল।

৮৪ পড়েছেন