Sharing is caring!
যুবলীগ নেতা এম এ হান্নান ওরফে শ্যুটার হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর টিলাগড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হান্নানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দুটি ও অন্য ঘটনায় আরও একটি মামলা রয়েছে।এম এ হান্নান শহরতলীর মেজরটিলা দক্ষিণ ইসলামপুরের ফাল্গুনী আবাসিক এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।প্রসঙ্গত, যুবলীগ নেতা এমএ হান্নান সিলেটে অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত। এমসি কলেজে ছাত্রলীগের হামলার সময় অস্ত্রহাতে তার ছবি ভাইরাল হয়েছিল।
২০ পড়েছেন