• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ

admin
প্রকাশিত মে ৩, ২০২৫
বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ

Sharing is caring!

জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ করা হয়েছে। তবে উক্ত অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি। অভিযানে জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পে দায়িত্বরত ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক দল পশ্চিম ঠাকুরের মাটি এলাকায় একটি সিভিল বাড়িতে তল্লাশি চালিয়ে ১০টি বস্তা জব্দ করে।শুক্রবার (২রা মে) দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টায় সেনাবাহিনীর ১৭ এফআইও ইউনিটের গোয়েন্দা সৈনিকের তথ্যের ভিত্তিতে উপজেলার চিকনাগুল এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী।সেনাক্যাম্প সূত্রে আরো জানানো হয়, জব্দ করা ভারতীয় চোরাই কসমেটিক সমুহ শনিবার (৩রা মে) দুপুর ২টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র কাছে হস্তান্তর করা হয়েছে।জব্দকৃত বস্তা সমুহে আনুমানিক ৫০-৬০ কার্টন ভারতীয় কসমেটিক ছিলো। যার মধ্যে ৩ হাজার ২শত ৮৮ পিছ ভারতীয় ব্রান্ডের ভিটক্রিম ও ৪ হাজার ৩ শত ২০ পিস স্কিন শাইন ক্রিম জব্দ করা হয়। জব্দকৃত কসমেটিক সমূহের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লক্ষ ৪২ হাজার টাকা সমপরিমাণ।

২৬ পড়েছেন