• ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে হাওরে বোরো ধান কাটার সময় কৃষকের মৃত্যু

admin
প্রকাশিত মে ৬, ২০২৫
জামালগঞ্জে হাওরে বোরো ধান কাটার সময় কৃষকের মৃত্যু

Sharing is caring!

জামালগঞ্জে হাওরে বোরো ধান কাটার সময় বজ্রপাতে জাকির হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।জাকির হোসেন উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর গ্রামের মালিক উস্তারের ছেলে।মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাঁশকার হাওরের লক্ষীপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে।জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বাঁশকার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে জাকির হোসেন নামের একজন কৃষকের মৃত্যু হয়। স্থানীয়রা হাওর থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে জাকির হোসেন বাঁশকার হাওরে তার নিজের জমিতে বোরো ধান কাটতে যান। দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান জাকির হোসেন। খবর পেয়ে আশেপাশের লোকজন হাওর থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

২২ পড়েছেন