• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান

admin
প্রকাশিত মে ৯, ২০২৫
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান

Sharing is caring!

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে তারা ।শুক্রবার বিকেল তিনটায় এ কর্মসূচি শুরু হয়। এসময় তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে নানা স্লোগান দিতে থাকেন।ঢাকার কর্মসূচির সাথে সমন্বয় করে এ কর্মসূচিও চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।অবস্থানরত নেতাকর্মীরা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র-জনতা। সেই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে তারা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।

৯০ পড়েছেন