• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ফেঞ্চুগঞ্জ থানাপুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

admin
প্রকাশিত মে ৯, ২০২৫
ফেঞ্চুগঞ্জ থানাপুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

Sharing is caring!

ফেঞ্চুগঞ্জ থানাপুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (৯ই মে) মধ্যরাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াবাজার এলাকা থেকে ৩শ’ ৩৫টি পিস ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়।ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনিরুজ্জামান খান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে নয়াবাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী শামিম আহমেদ (৩৪)কে ৩শ’ ৩৫টি ইয়াবা বড়িসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -০৬।গ্রেফতারকৃত ব্যক্তি- ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম কর্মদা গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে শামিম আহমেদ (৩৪)।অন্যদিকে আরেকটি অভিযানে আন্ত:জেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সিলেটের জকিগঞ্জ ও বিশ্বনাথ থানা এলাকায় পৃথক দুই অভিযান চালিয়ে ব্যাটারি চুরির মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন- জকিগঞ্জ থানার মালিগ্রাম (শাহ জালালপুর) গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাকির হোসেন (৩৯) ও শাহপরান থানার দলইপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে বাশির মিয়া (৩৯)-কে গ্রেফতার করা হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনিরুজ্জামান খান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, জকিগঞ্জ ও বিশ্বনাথ থেকে গ্রেফতারকৃতরা তালিকাভুক্ত দস্যু (আন্তজেলা চোরচক্রের সদস্য) মামলার আসামি। গ্রেফতারকৃত ৩ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

২৩ পড়েছেন