Sharing is caring!
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের এই দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ওয়াসিম।আরব আমিরাত স্কোয়াড: মোহাম্মদ ওয়াসিম, রাহুল চোপড়া, আয়ান খান, মোহাম্মদ জোহাইব, মোহাম্মদ জুহাইব, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মাতিউল্লাহ খান, হায়দার আলি, ইথান সোজা, ধ্রুব পরাশর, আসিফ খান, আরিয়ানশ শর্মা, আলিসান শারাফু, সাগির খান, সিমারজিত সিং।আগামী ১৭ মে প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। একদিন বিরতি দিয়ে ১৯ মে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। দুটি ম্যাচই শারজার মাঠে অনুষ্ঠিত হবে।
১৬ পড়েছেন