• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা

admin
প্রকাশিত মে ১৫, ২০২৫
এক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা

Sharing is caring!

গোলাপগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার (১৪ মে) রাতে স্থানীয় হেতিমগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।জানা যায়, বুধবার রাতে সাহেদ আহমদকে হেতিমগঞ্জ বাজার এলাকায় আটক করে স্থানীয় জনতা। এসময় তারা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা। তিনি জানান, স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় মামলা রয়েছে। তাকে আজ বৃহস্পতিবার (১৫ মে) আদালতে পাঠানো হয়েছে।আটককৃত ছাত্রলীগ নেতার নাম সাহেদ আহমদ। তিনি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক।

৫২ পড়েছেন