Sharing is caring!
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় (বাসপ্রাবি) প্রধান শিক্ষক সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক ফারুক আহমদ আজাদ।প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, গত ২৪ এপ্রিল বাসপ্রাবি সিলেট বিভাগীয় সমন্বয়ক মো. সালিকুর রহমান স্বাক্ষরিত প্রধান শিক্ষক সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট ৩ বৎসর জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করে অনুমোদন প্রদান করা হয়।কমিটিতে জৈন্তাপুর উপজেলার মাদার মোকাম সপ্রাবি প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম কে সভাপতি, উত্তর মহাইল সপ্রাবি প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম ও ঘিলাতৈল সপ্রাবি প্রধান শিক্ষক মনোয়ারা বেগম কে সিনিয়র সহ-সভাপতি, ভিত্রিখেল সপ্রাবি প্রধান শিক্ষক মো. আব্দুস শুকুর, বিরাইমারা সপ্রাবি প্রধান শিক্ষক মো. ফয়জুল হক, হরিপুর সপ্রাবি প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীন, দলইপাড়া উ: শ্যা: সপ্রাবি প্রধান শিক্ষক লায়লা বেগম, ভেলোপাড়া সপ্রাবি প্রধান শিক্ষক সুফিয়া বেগম কে সহ-সভাপতি, দিগারাইল সপ্রাবি প্রধান শিক্ষক ফারুক আহমদ আজাদ কে সাধারণ সম্পাদক, মানিকপাড়া সপ্রাবি প্রধান শিক্ষক মো. মামুনূল ইসলাম, বাউরভাগ সপ্রাবি প্রধান শিক্ষক ফরিদা বেগম রোজি কে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, বনপাড়া খেড়িগুল সপ্রাবি প্রধান শিক্ষক মো. ফরিদ আহমদ, সেনগ্রাম সপ্রাবি প্রধান শিক্ষক শাহিদা বেগম কে যুগ্ম-সাধারণ সম্পাদক, খরিলহাট সপ্রাবি প্রধান শিক্ষক মোহাম্মদ কবীর উদ্দীন কে সাংগঠনিক সম্পাদক, নয়াখেল সপ্রাবি প্রধান শিক্ষক মো. রশির আহমদ কে সহ-সাংগঠনিক সম্পাদক, শ্যামপুর সপ্রাবি প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার দাস কে তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দক্ষিণ কাপনাকান্দি সপ্রাবি প্রধান শিক্ষক মো. শাহাব উদ্দিন কে দপ্তর সম্পাদক, গোয়াবাড়ী সপ্রাবি প্রধান শিক্ষক স্বপ্নারানী ধর কে সহ-দপ্তর সম্পাদক, ব্রিগেডিয়ার মজুমদার সপ্রাবি প্রধান শিক্ষক ফাহিমা বেগম কে অর্থ বিষয়ক সম্পাদক, হেমু হাউদপাড়া সপ্রাবি প্রধান শিক্ষক হোসনেয়ারা খানম কে সহ-অর্থ বিষয়ক সম্পাদক, জৈন্তাপুর সপ্রাবি প্রধান শিক্ষক সুপ্রীতি ডিখার কে ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক, বাগেরখাল সপ্রাবি প্রধান শিক্ষক মঞ্জু রানী সরকার কে মিডিয়া ও প্রচার সম্পাদক, পূর্ব সরুখেল সপ্রাবি প্রধান শিক্ষক পপি রানী দাস কে সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক, রামপ্রসাদ সপ্রাবি প্রধান শিক্ষক শামীম আরা বেগম কে মহিলা বিষয়ক সম্পাদক, লক্ষীপ্রসাদ সপ্রাবি প্রধান শিক্ষক হানিফা বেগম কে সহ-মহিলা বিষয়ক সম্পাদক, হর্নি সপ্রাবি প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা, শাহজালাল সপ্রাবি প্রধান শিক্ষক হলিমা বেগম কে কো-অপ্ট সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।এদিকে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় (বাসপ্রাবি) প্রধান শিক্ষক সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি স্বাগত জানিয়েছেন উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা। তারা বলেন শিক্ষকরা সমাজের মানুষ গড়ার কারিঘর তাদের নেতৃত্বে আমাদের উপজেলার তৃর্ণমূল পর্যায়ের প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থার আধুনিক ও প্রযুক্তি নির্ভরশীল হবে। আমারা তাদের সফলতা কামনা করছি।
১০ পড়েছেন