• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ১৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

admin
প্রকাশিত জুন ১, ২০২৫
বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ১৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

Sharing is caring!

বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ১৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ জুন) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।অভিযানে দেশীয় চায়নিজ কুড়াল দুটি, কার্তুজ পাঁচটি, এলজি দুটি, ক্রিস দুটি, ছুরি তিনটি, সাবল একটি, মুখের মুখোশ তিনটি এবং ১৮ ইঞ্চি লম্বা লোহার রামদা একটা উদ্ধার করা হয়।গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৫৭ জন আসামি এবং অন্যান্য ঘটনায় ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। সবমিলিয়ে এক হাজার ১৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সারাদেশে বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তর।

১১৫ পড়েছেন