Sharing is caring!
স্টাফ রির্পোটার:
সিলেট নগরীর মেজরটিলা এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় দেড় মাস বয়সী এক শিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে। একই সময় ধারালো ছুরিকাঘাতে আহত হয়েছেন শিশুটির বাবা। বুধবার (২৫ জুন) ৫টার মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই মেয়ের নাম ইনায়া রহমান। সে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকার সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের মেয়ে। স্থানীয়রা জানান, পরিবার নিয়ে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন আতিকুর। প্রতিদিনের মতো বুধবার (২৫ জুন) দুপুরে খাবার খাওয়ার পর স্ত্রীসহ আতিকুর রহমানের পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। বিকেলে হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দেখতে পান আতিকুর রহমানের পাশে তার ২ মাসের মেয়ে ইনায়া রহমানের গলাকাটা এবং পাশেই সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের গলা অর্ধেক কাটা রয়েছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাচ্চা শিশুকে মৃত ঘোষণা করেন এবং তার পিতা আতিকুর রহমানকে দ্রুত ভর্তি করেন। এদিকে দেড় মাস বয়সী এক কন্যাশিশুর গলাকাটা মরদেহ উদ্ধার এবং তার বাবার গলায় ধারালো অস্ত্রের আঘাতের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শিশুর নাম ইনায়া রহমান। তার বাবা সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমান গুরুতর আহত অবস্থায় বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে এটি একটি পারিবারিক ঘটনা হিসেবে মনে হলেও, আসল রহস্য এখনও স্পষ্ট নয়। অভিযোগ উঠেছে কান্না করায় পিতা শিশুটিকে গলাকেটে খুন করেছেন। পুলিশ বলছে, বিষয়টি এখনো তদন্তাধীন। শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানিয়েছেন, শিশুর বাবা এখনো আইসিইউতে এবং সুস্থ না হওয়ায় জিজ্ঞাসাবাদ সম্ভব হয়নি। তিনি কথা বলতে পারলে পুরো ঘটনার রহস্য উন্মোচিত হবে। অন্যদিকে, এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, আতিকুর রহমানের ফিঙ্গার প্রিন্টসহ সব আলামত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ একাধিক টিম নিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রধান ডা. নুরুল হুদা নাঈম বলেন, আতিকুর রহমানের গলার আঘাত বেশ বড়। তার শ্বাসনালি অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছে। অস্ত্রোপচার শেষে তিনি এখন পর্যবেক্ষণে আছেন।
১৭ পড়েছেন