Sharing is caring!
সিলেটে অবৈধভাবে টিলা কাটায় যুক্তরাজ্যর পোর্টসমাউত সিটি শাখা বিএনপি’র সাবেক আহবায়ক এম এ হক সহ ৫ জনের বিরুদ্ধে নোটিশ প্রদান করেছে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়।জানা যায়, সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন ৩৭ নং ওয়ার্ড আখালিয়ার টিলার গাঁওয়ের সৈয়দা দিলারা হান্নান হলের উত্তর পাশের, আখালিয়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন কুমারগাঁও মৌজার এস, এ ২১০৮ নং দাগের টিলা শ্রেণির ভূমি অবৈধভাবে দীর্ঘদিন থেকে প্রকাশ্যে কেটে উজাড় করছিলেন বিএনপি নেতা আবদুল হক।অবৈধভাবে টিলা কাটার বিষয়টি পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের নজরে আসলে, পরিবেশগত ক্ষতিসাধন হওয়ায় আগামী ০৬ জুলাই ২০২৫ইং তারিখে সকাল ১০ ঘটিকায় কার্যালয়ের শুনানিতে হাজির হতে বলা হয়েছে।রবিবার (২৯ জুন) সরেজমিন টিলা কাটার স্থান পরিদর্শন শেষে নোটিশ প্রদান করেন, পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশীদ।পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা স্বাক্ষরিত নোটিশে বিএনপি নেতা এম এ হক ছাড়াও রয়েছেন তার মেনেজার আশফাক আহমেদ, এয়ারপোর্ট থানাধীন ডলিয়া এলাকার আলাউদ্দিন হাসু, এয়ারপোর্ট থানাধীন টিলার গাঁও এলাকার সুহেল এবং জালালাবাদ থানাধীন বড়গুল এলাকার সিদ্দেক আলী।পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা জানান, আমরা জমির মালিকসহ টিলা কর্তণে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ ইস্যু করেছি। ইতিমধ্যে কর্তণকৃত টিলা পরিমাপ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২২ পড়েছেন