Sharing is caring!
সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সোমবার (৩০ জুন ২০২৫) বেলা ১১.৩০ ঘটিকায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে পদযাত্রা কর্মসূচী ও দুপুর ১২.০০ ঘটিকায় সিলেট মহানগরীর নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় সবসময়ই রাজপথে থাকার অঙ্গীকার করে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে নাগরিক শপথ অনুষ্ঠিত হয়।নাগরিক শপথ পূর্ব আলোচনাকালে বক্তারা বলেন, নাগরিক অধিকার হরণ করে অবৈধভাবে কারো পকেট ভারী হতে দেওয়া হবেনা। ১৫ দিনের মধ্যে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা না হলে আগামী ১৬ জুলাই বুধবার সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গনে অবস্থান কর্মসূচীর মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে। সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নাগরিক শপথের মাধ্যমে রাজপথে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। বক্তারা আরো বলেন, নির্দিষ্ট কোনো সময় নয়, ২৪ ঘন্টা সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত দেখতে চাই। আলোচনা সভায় বক্তারা বলেন, সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, দখলবাজ ও চাঁদাবাজদের রাষ্ট্রদ্রোহী হিসাবে ঘোষণা না করা পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগন এই নিকৃষ্ট ব্যক্তিদের জিম্মি দশা থেকে মুক্তি পাবে না।জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় নাগরিক শপথ পূর্ব আলোচনা সভায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সিবিযুকস’র সিলেট জেলা কমিটির ধর্ম সম্পাদক মোঃ শুয়াইব আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ। একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন বাংলাদেশী প্রবাসী কমিউনিটি নেতা ও সিলেটী সচেতন নাগরিক সমাজের সভাপতি মোঃ আমিনুল ইসলাম ডিনেস, কবি ও সাহিত্যিক কামাল আহমদ, সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আজমল আলী, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, দপ্তর সম্পাদক কালিপদ সূত্রধর, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সহ-সভাপতি মোঃ শাহজাহান মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, প্রচার ও প্রকাশনা মোঃ ফুজায়েল আহমদ, দপ্তর সম্পাদক সাগর দে, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সুহেল মিয়া ও সিসিক ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ জালাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক জাকির। পদযাত্রা কর্মসূচী ও নাগরিক শপথ আয়োজনে উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুল আলী, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান চৌধুরী জাবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, সহ-ধর্ম সম্পাদক মোঃ তাজউদ্দিন, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক মোঃ পিকুল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, সদস্য মোঃ জুয়েল মিয়া, সিলেট জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক নেতৃবৃন্দ ও সিলেট প্রেমী সচেতন নাগরিকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন মোঃ মোছাদ্দেক উল হাসান, নীলমনি কান্ত চন্দ, মোঃ জুয়েল আহমদ, নারীনেত্রী জোবায়দা বেগম আখি, মখছুছুর রহমান, মোঃ জালাল আহমেদ, মোঃ মহসিন উদ্দিন সুমন, দোলন ধর, ফরিদ আলী ও হাফেজ আশরাফ আহমদ।
১৯ পড়েছেন