• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মোগলাবাজার এলাকায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত জুলাই ৮, ২০২৫
মোগলাবাজার এলাকায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার

Sharing is caring!

নগরীর দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মোগলাবাজার থানা পুলিশ।নিহত ব্যক্তি সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাবাড়ি এলাকার রফিকুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে এই লাশ উদ্ধার করে পুলিশ।সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকালে ৯টার দিকে সিলেট নগরীর দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকার রেললাইনের পশ্চিম দিকের একটি গাছের ডালের সাথে এক যুবক তার পরনের শার্ট দিয়ে গলায় ফাঁস দেন। পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মৃত জাহাঙ্গীরের ভাই মো. আবু বক্কর (৪০) এর লিখিত অভিযোগের ভিত্তিতে মোগলাবাজার থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। মামলা নং-১৩।জানা যায়, মঙ্গলবার সকালে আনুমানিক ৯টার দিকে সিলেট নগরীর দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকার রেললাইনের পশ্চিম দিকের একটি গাছের ডালের সাথে এক যুবকের ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। যুবকটি তার পরনের শার্ট দিয়ে গাছের ডালের সাথে ফাঁস দেন। স্থানীয়রা দেখতে পেয়ে মোগলাবাজার থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মৃত জাহাঙ্গীরের ভাই মো. আবু বক্কর (৪০) এর লিখিত অভিযোগের ভিত্তিতে মোগলাবাজার থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। মামলা নং-১৩।

পড়েছেন