• ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নির্মাণ শ্রমিক মারা গেছেন

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নির্মাণ শ্রমিক মারা গেছেন

Sharing is caring!

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নির্মাণ শ্রমিক মারা গেছেন।নিহত শ্রমিকের নাম বেনু শব্দকর (৪০), তিনি নবীগঞ্জ উপজেলার ৭ নং করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা। তার পরিবারে রয়েছে স্ত্রীসহ তিনটি ছোট সন্তান।রবিবার (১৩ জুলাই) উপজেলার ছালামতপুরে এই ঘটনা ঘটে।স্থানীয়রা অভিযোগ করেন, ঢালাই কাজ চলার সময় বাড়ির ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইন সরানোর ব্যবস্থা করা হয়নি, যা এই দুর্ঘটনার মূল কারণ। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার রঞ্জিত দায়িত্বে ছিলেন।এদিকে ঘটনার পর নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং ঘটনাটি উভয় পক্ষের মধ্যে আপোষ-মিমাংসার চেষ্টা চলছে বলে জানাগেছে।জানা যায়, রবিবার (২৩ জুলাই) সকালে নবীগঞ্জ শহরের ছালামতপুর এলাকায় সুহেল মিয়ার বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ওই সময় শ্রমিক বেনু শব্দকর কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক মেইন লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১০৯ পড়েছেন