• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বাড়ির পরিত্যক্ত জমি থেকে পুরনো আমলের একটি গ্রেনেড পাওয়া গেছে

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫
বাড়ির পরিত্যক্ত জমি থেকে পুরনো আমলের একটি গ্রেনেড পাওয়া গেছে

Sharing is caring!

কমলগঞ্জ উপজেলার পতনউষা শ্রীসূর্য্য নয়াগ্রামের ওমর আলী নামের এক ব্যক্তির বাড়ির পরিত্যক্ত জমি থেকে পুরনো আমলের একটি গ্রেনেড পাওয়া গেছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে। সিলেট থেকে বোম ডিসপোজেল ইউনিট আসলে তা ধ্বংস করা হবে বলে জানা যায়।স্থানীয় লোকজনের ধারণা, ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তান বাহিনীর এ গ্রেনেড। বৃষ্টির পর পাহাড়ি মাটি সরে আসায় গ্রেনেডটি বেরিয়ে এসেছে।সোমবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির।কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, সোমবার সকাল দশটার দিকে ওমর আলীর বাড়ির লোকজন তাদের বাড়ির পাশের পরিত্যক্ত জমির গাছ বাগানের কাছে গেলে আকস্মিকভাবে ঝোপের মধ্যে মাটিতে পড়ে থাকা অবস্থায় গ্রেনেডটি দেখতে পান। পরে কমলগঞ্জ থানা পুলিশকে খবর পাঠালে পুলিশ এসে গ্রেনেডের আশপাশ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে।আরও বলেন, সিলেট এসএমবি থেকে বোম ডিসপোজাল ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। তারা আসলে এ গ্রেনেডটি ধ্বংস করা হবে।

২১৩ পড়েছেন