Sharing is caring!
অক্টোবরের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ।আগামী ১০ অক্টোবর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।দ্বিতীয় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ডে। সে ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পুয়ের্তো রিকো, যারা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ১৫৭তম অবস্থানে আছে।বিশ্বকাপ বাছাইয়ে কিছুদিন আগেই ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তেরা। এবার আবারও লা ভিনোটিন্টোর বিপক্ষেই লড়াই করবে তারা।অক্টোবরের ম্যাচ শেষে আর্জেন্টিনা নভেম্বরে আফ্রিকা ও এশিয়া সফরে যাবে। ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অ্যাঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরালায় দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। তবে সেগুলোর প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি।এর আগে আর্জেন্টিনার চীন সফরের পরিকল্পনা থাকলেও তা বাতিল হয়। একইভাবে মেক্সিকোর বিপক্ষে খেলার উদ্যোগ চুক্তিগত সমস্যার কারণে বাস্তবায়িত হয়নি। শেষ পর্যন্ত বিকল্প হিসেবে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোকে বেছে নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
৩ পড়েছেন