• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিকআপভ্যান গাড়িতে বস্তা ভর্তি পেয়ারার মধ্যে ২১৬ বোতল ফেনসিডিল

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২২
পিকআপভ্যান গাড়িতে বস্তা ভর্তি পেয়ারার মধ্যে ২১৬ বোতল ফেনসিডিল

পিকআপভ্যান গাড়িতে বস্তা ভর্তি পেয়ারার মধ্যে ২১৬ বোতল ফেনসিডিল

Sharing is caring!

পিকআপভ্যান ভর্তি পেয়ারার মধ্যে থেকে ২১৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এসময় দুই মাদক বহনকারীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- দর্শনার ছয়ঘরিয়া মাঝপাড়া গ্রামের মৃত জয়নাল মণ্ডলের ছেলে হোসেন মণ্ডল (৩১) ও মাদারীপুর জেলার চাপাতলি গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে রাসেল শিকদার (৩২)।

বুধবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার পুলিশ হুলিয়ামারী গ্রামের গোলাপনগর তিন রাস্তার মোড়ে অভিযান চালায়। অভিযানে একটি পিকআপভ্যানের গতিরোধ করে তল্লাশি করা হয়। এসময় ওই পিকআপ ভ্যানে পেয়ারা ভর্তি বস্তার ভেতর থেকে ২১৬টি ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাদকবহনকারী দুইজনকে আটক করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, মাদকের বড় একটি চালান পাচার হচ্ছে- এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ওই চালানটি জব্দ করা হয়। পেয়ারা ভর্তি বস্তায় ফেনসিডিল ভরে কৌশলে পাচারকারীরা মাদক পাচার করছিল। তাদের আইনের আওতায় আনা হয়েছে।

৭২৩ পড়েছেন