• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২২
ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

Sharing is caring!

সিলেট অফিস: সিলেটের জৈন্তাপুরে ভারতীয় খাসিয়াদের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৫ ডিসেম্বর) ভোর রাতে জৈন্তাপুরের গোয়াবাড়ি সীমান্তে তাকে গুলি করে ভারতীয় খাসিয়ার একটি দল।  নিহত ব্যক্তির নাম মদসসির আলী (৫২)। তার পিতার নাম মছদ্দর আলী। তিনি জৈন্তাপুর থানার গুয়াবাড়ি আদর্শ গ্রামের বাসীন্দা। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বিষটি সিলেটভিউকে নিশ্চিত করেন। তিনি জানান, নিহত ব্যক্তি গত রাতের কোনো একসময় ভারতীয় সীমান্ত এলাকায় সুপারি সংগ্রহে গিয়েছিলেন। এসময় খাসিয়ার একটি দল তাকে গুলি করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

 

৬১০ পড়েছেন