• ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ ও জাপানের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে মতবিনিময়

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৩
বাংলাদেশ ও জাপানের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে মতবিনিময়

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: বাংলাদেশে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বাংলাদেশ ও জাপানের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে মতবিনিময়ের জন্য পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ সোমবার তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘আমাদের মধ্যকার এই প্রথম বৈঠকে আমরা মতবিনিময় করেছি। ’জাপানের নতুন রাষ্ট্রদূত গত ২৬ ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।ঢাকায় পৌঁছে রাষ্ট্রদূত এক বার্তায় বলেছেন, টোকিও ঢাকাকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে।বার্তায় তিনি আরো বলেন, ২০২৩ সালে জাপান ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫১তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। অর্থাৎ ২০২৩ সালটি আগামী ৫০ বছরের জন্য প্রথম বছর। তিনি আরো বলেন, বাংলাদেশের সূচনালগ্ন থেকেই বন্ধু দেশ হিসেবে জাপান বাংলাদেশের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের সাহায্য ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। কিমিনোরি বলেন, রাষ্ট্রদূত হিসেবে তিনি বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী জাপানি কম্পানিগুলোকে সহযোগিতা প্রদানের মাধ্যমে এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে আরো অবদান রাখতে চান।

৬৮০ পড়েছেন