• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি আটক

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৩
হবিগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি আটক

Sharing is caring!

সিলেট এইজ: হবিগঞ্জের বানিয়াচংয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।সোমবার দিবাগত রাতে উপজেলার কাগাউড়া ইউনিয়নের গুণই চামাড় দিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হল, উপজেলার গুণই গ্রামের বাছির বাঙ্গালীর পুত্র জসিম বাঙ্গালী (২০), একই গ্রামের মুজিবুর রহমান চৌধুরীর পুত্র শাহজাহান চৌধুরী (৫২), মৃত খোকা সূত্রধরের পুত্র সুশান্ত সুত্রধর (৩০) ও রাজা মিয়ার পুত্র সফর উদ্দিন (৪০)।বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, আটককৃত জুয়াড়িদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা ওই এলাকায় প্রায়ই জুয়ার আসর বসাতো। তাদের কাছ থেকে ২ হাজার ৩শত টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।তিনি বলেন, থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, জুয়া, চুরি, ডাকাতি নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

৫৬৪ পড়েছেন