• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নেপালের পোখারায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৩
নেপালের পোখারায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

Sharing is caring!

সিলেট এইজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নেপালের পোখারায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্ড’র কাছে লেখা এক শোকবার্তায় তিনি বলেন, “নেপালের পোখারায় আজকের সবচেয়ে দু:খজনক যাত্রীবাহী বিমান দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে আমি গভীরভাবে মর্মাহত। এতে ৭২ জন আরোহী ছিল, যাদের বেশিরভাগই নেপালী এবং অন্যান্য দেশের কয়েকজন বিদেশী। দুর্ঘটনায় সকলেই মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে।” তিনি বলেন, “অত্যন্ত গভীর শোকের এই মুহুর্তে, মর্মাহত পরিবারগুলো এবং নেপালের শোকাহত জনগণের জন্য আমাদের চিন্তাভাবনা ও প্রার্থনা হচ্ছে যাতে তারা তাদের এই অপূরণীয় ক্ষতি সইতে পারে যারা তাদের সবচেয়ে প্রিয় পরিবারের সদস্য এবং বন্ধুদের হারিয়েছেন।”তিনি আরো বলেন, “আমরা দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করছি।”

৫৭৫ পড়েছেন