• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

র‌্যাবের অভিযানে উদ্ধার ৪২ কেজি গাঁজা

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৩
র‌্যাবের অভিযানে উদ্ধার ৪২ কেজি গাঁজা

Sharing is caring!

সিলেট এইজ : হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। রবিবার দিবগত রাত ১২ টার দিকে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে। এসময় রুপন আলী (২৩) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুপন সিলেট জেলার বিশ্বনাথ থানার পাহাড়পুর এলাকার মৃত সুরুজ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

৫৪৭ পড়েছেন