• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

admin
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৩
গোয়াইনঘাটে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

Sharing is caring!

সিলেট এইজ: আজ ১৭ এপ্রিল গোয়াইনঘাট থানাধীন ০৩নং পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং বল্লাঘাট রিভারভিউ রিসোর্ড এর পাশে নদীর পাড়ে অনুমান ৩০/৩২ বছরের একটি পুরুষের লাশ পড়ে আছে দেখে স্থানীয় লোকজন থানায় সংবাদ দিলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারকরে।উদ্ধারকৃত লাশের পরিচয় সনাক্ত হয়েছে এবং জানা যায় ভিকটিমের নাম আলে ইমরান (৩২), পিতা-আব্দুল জব্বার, স্থায়ী ঠিকানা-গুরই, থানা-নিকলী, জেলা-কিশোরগঞ্জ।প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ১৬ এপ্রিল ২০২৩ তারিখে ভিকটিম তার স্ত্রী খোশনাহার সহ গোয়াইনঘাট থানাধীন জাফলং বল্লাঘাট রিভার ভিউ রিসোর্টে অবস্থান করে। অদ্য ১৭ এপ্রিল ২০২৩ তারিখ ১৪.৩০ ঘটিকায় গোয়াইনঘাট থানাধীন জাফলং বল্লাঘাট রিভার ভিউ রিসোর্টের সামনে নদীর পাড়ে আলে ইমরান এর মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় আলে ইমরানের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের গলায় দাগ পরিলক্ষিত হয়। গোয়াইনঘাট থানার এস আই ইমরুল কবির লাশের সুরতহাল করেন। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের স্ত্রী খোশনাহার এর কোন খোঁজ এখনো পাওয়া যায়নি। উক্ত বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধী

৫৫৬ পড়েছেন