• ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ফের প্রশাসনের অভিযান হারুনের জুয়ার বোর্ড তছনছ

admin
প্রকাশিত জুলাই ২১, ২০২৩
ফের প্রশাসনের অভিযান হারুনের জুয়ার বোর্ড তছনছ

Sharing is caring!

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর দক্ষিণ সুরমা কদমতলী ফেরী ঘাটে আবারো প্রশাসনের অভিযানে হারুনের জুয়া ও তীর শিলংয়ের আসর তছনছ। গতকাল রাত আনুমানিক ১১ ঘটিকার সময় সাদা পোষাক দারী ডিবি পরিচয় দিয়ে এই অভিযান চালানো হয় বলে জানান স্থানীয় এলাকাবাসী , এদিকে কুখ্যাত জুয়ারী হারুন মিয়ার জুয়ার আসর গুড়িয়ে দেয়ায় এলাকাবাসী আনন্দ উল্লাস করছে। জানা যায়, দীর্ঘ দিন ধরে সুরমা নদীর ফেরিঘাট এলাকায় শিলংতীর ও জুয়ার আসর পরিচালিত করে আসছে কুখ্যাত জুয়ারী হারুন মিয়া ও তার সহযোগিরা। বার বার তাদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর থানা পুলিশ উচ্ছেদ অভিযানে নামেন।স্থানীয় বাসিন্দারা জানান, হারুনের জুয়ার আসরের কারণে আমাদের এলাকার উঠতি বয়সী যুবক ও শ্রমজীবি মানুষরা তাদের কষ্টার্জিত আয়ের কোন টাকাই সংসারে ব্যয় করতে পারত না। বেশী লাভের আশায় সব শেষ করে খালি হাতে বাড়ী ফিরত এবং অভাব অনটনের কারণে সংসারে পারিবারিক কলহ লেগেই থাকতো। এই জুয়ার আসরটি ভেঙ্গে দেয়ায় হাজারো পরিবারের সুখ ফিরে আসবে বলে মনে করি। এ ধরনের জুয়ার আসর যেন ভবিষ্যতে না বসতে পারে সে দিকে পুলিশের কড়া নজর রাখতে হবে।

৬২১ পড়েছেন