Sharing is caring!
সিলেট এইজ: সিলেট মহানগর (এসএমপি) পুলিশ কমিশনারের নির্দেশে সিলেট উত্তর জোনের ডিসি ও মেট্টো ডিবির ভারপ্রাপ্ত ডিসি আজবাহার আলী শেখ এর নেতৃত্বে সিলেটের বিভিন্ন জুয়ার ও অসামাজিক কাজের আস্থানায় সাড়াসি অভিযান পারিচালিত করা হয়েছে।
এসময় নগরীর উত্তর সুরমা ও দক্ষিন সুরমা এলাকার বিভিন্ন জুয়ার বোর্ডে অভিযান চালায় ডিবির স্পেশাল বাহিনী। তারা দক্ষিণ সুরমা কিনব্রিজের নিচে মানিকের জুয়ার বোর্ড, চাঁনীঘাট এলাকার আল আমিনের জুয়ার বোর্ড, পাশাপাশি আলোচিত ফেরিঘাট এলাকায় হারুনের জুয়ার বোর্ডে অভিযান চালায় পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে জুয়াড়ীরা নিরাপদ স্থানে পালিয়ে যায়। এরপর ডিবি পুলিশ ভার্তখলা জিঞ্জিরশাহ মাজার এলাকার কাশেমের জুয়ার বোর্ডে অভিযান চালায়। তবে সে সময় কাউকে আটক করতে না পারলেও গুড়িয়ে দিয়েছে জুয়ার সব কয়টি আস্থানা।
সর্বশেষ উত্তর সুরমা লামাবাজার এলাকায় গোপন সংবাদের অভিযান চালিয়ে একটি জুয়ার আস্থানা থেকে তিনকে আটক করেছেন বলে জানিয়েছে ডিসি আজবাহার আলী শেখ পিপিএম। তিনি বলেন কমিশনার স্যারের নির্দেশে অভিযানের নিয়মিত অংশ হিসাবে ডিবির স্পেশাল বাহিনী বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে থাকে। আজ এসএমপি কমিশনার মো. ইলিয়াস শরিফ এর নির্দেশে মাঠে নামে ডিবির অভিযানিক দল। অভিযানে নেতৃত্ব দেন ডিবির নতুন ভারপ্রাপ্ত ডিসি আজবাজার আলী শেখ (পিপিএম) এডিসি শাহরিয়ার কবিরসহ বেশ কয়েকজন অফিসার সঙ্গে ছিলেন। তারা রাত ৯টা থেকে নগরীর বিভিন্ন জুয়ার আস্থানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়াড়ীদের আটক করতে না পারলে জুয়ার আস্তানা ও আসবাপক্র ভেঙ্গে চুরমার করে গুড়িয়ে জুয়ার আস্থানা বন্ধে ডিবি পুলিশের অভিযান নিমিয়মিত চলবে বলে বিষয়টি নিশ্চত করেছেন ডিবির ভারপ্রাপ্ত ডিসি আজবাহার আলী শেখ। তাৎক্ষনিক আটককৃতদের নাম জানা যায়নি। এ রির্পোট খেলা পর্যন্ত রাত ১ টা অবধি অভিযান চলছিলো।
৬৭০ পড়েছেন