Sharing is caring!
সিলেট এইজ : সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নের্তৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, মাদক, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল অফিসার ইনচার্জ মোঃ গোলাম দস্তগীর আহমেদ এর নির্দেশনায় গত ১০/০৮/২০২৩খ্রিঃ তারিখ থানার এসআই(নিঃ)/ মোঃ সোহেল মাহমুদ, এসআই(নিঃ)/ দেবাশীষ শর্ম্মা, এসআই(নিঃ)/ মাছুম আলম সহ একদল পুলিশ রাত অনুমান ১০টায় কানাইঘাট থানাধীন কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর সাকিনস্থ আলাউর রহমান (৬০) এর বাড়ীর পূর্ব পাশের্ কানাইঘাট-সুরইঘাটগামী পাকা সড়কের উপর গোপন সংবাদের ভিতিতে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মখলিছুর রহমান (৩০), পিতা-মৃত আলাউদ্দিন, সাং-কালীনগর, থানা-কানাইঘাট জেলা-সিলেটকে ৪২ (বিয়াল্লিশ) বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার করে। গ্রেফতারকালে আসামী মখলিছুর রহমান, পিতা- মৃত আলা উদ্দিন এবং আসামী সোহেল আহমদ, পিতা- নজির আহমদ, উভয় সাং- কালিনগর’দ্বয় পুলিশের উপস্থিতি টেরপেয়ে চলন্ত অটোরিক্সা হতে রাস্তার পাশে থাকা একটি পুকুরে ঝাপ দেয়। তখন স্থানীয় গ্রামবাসীর সহায়তায় থানা পুলিশ আসামী মখলিছুর রহমানকে পুকুর হতে পাড়ে উঠিয়ে গ্রেফতার করতে সক্ষম হলেও আসামী সোহেল আহমদ দ্রুত সাঁতার দিয়ে পুকুর হতে পাড়ে উঠে দৌড়ে পালিয়ে যায়। অতঃপর গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে এসআই(নিঃ)/ দেবাশীষ শর্ম্মা বাদী হয়ে এজাহার দায়ের করলে কানাইঘাট থানার মামলা নং- ১২, তারিখ- ১১/০৮/২০২৩খ্রিঃ, ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারনির ২৪(ক)/৩৮ রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
৫৯২ পড়েছেন