• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুর্নীতির অভিযোগে সাবেক পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০২৪
দুর্নীতির অভিযোগে সাবেক পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

Sharing is caring!

স্টাফ রির্পোটার: বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পরিবেশ বন ও জলবায়ুমন্ত্রী মো. শাহাব উদ্দিনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। দুদক সূত্র জানায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের বিরুদ্ধেও দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তিনি ও তার যুক্তরাজ্য প্রবাসী ছেলে জাকির হোসেন জুমন বিশ্ব ব্যাংকের ০৫ বছর মেয়াদি ১ হাজার ৫০২ কোটি টাকার ‘সুফল প্রকল্প’ থেকে ১০% কমিশন নিয়ে ঠিকাদারদের কাজ প্রদান করেছেন এবং বিভিন্ন খাতে ভুয়া খরচ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। ৮০ থেকে ৯০ লাখ টাকা ঘুষের বিনিময়ে বন কর্মকর্তাদের বদলি ও পোস্টিং, তরল বর্জ্যসৃৃষ্টিকারী কলকারখানায় ইটিপি পরিদর্শন ছাড়াই সনদ প্রদানের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া, ৭ কোটি টাকার বিনিময়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের জমির রেজুলেশনে স্বাক্ষর করে বিএফডিআইসি’র চেয়ারম্যানকে ওই জমি জলবায়ু ট্রাস্টকে দেওয়ার জন্য বাধ্য করা হয়েছে এমন অভিযোগও জানা গেছে। উল্লেখ্য, সাবেক পরিবেশ, বন ও জলবায়মন্ত্রী শাহাব উদ্দিন দশম জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মৌলভীবাজার-১ আসন থেকে সপ্তম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন।

২৭৯ পড়েছেন