Sharing is caring!
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩ নং এনায়েতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নোমান হোসেন (৩৮) তামাবিল সীমান্ত দিয়ে দেশ ছাড়ার সময় আটক ।
নোমান হোসেন এনায়েতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের হাজী হেলিম উদ্দিনের ছেলে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের জওয়ানরা ও ইমিগ্রেশন পুলিশ সদস্যরা তাকে আটক করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, তিনি বিদেশে যেতে পারবেন না মর্মে জামিন দেওয়া হয়। তাকে বেলা পৌনে ২টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, ভারতে যাওয়ার সময় বিজিবি ৪৮ ব্যাটালিয়ন আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা তাকে সন্দেহজনকভাবে আটক করেন। পুলিশের তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা রয়েছে। মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালন প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ বহির্গমন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
৯৪ পড়েছেন