• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪
অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

Sharing is caring!

ডেস্ক রির্পোট: নগরীর উত্তরা এলাকা থেকে গত রাতে অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসা থেকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গ্রেফতার করা হয়। পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার রওনক জাহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যা চেষ্টার অভিযোগে গত ৯ অক্টোবর তার বিরুদ্ধে দায়ের করা মামলায় শমীকে গ্রেফতার করা হয়। ওই মামলায় শমী ছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও অভিনেত্রী তারানা হালিম, লোকশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। জনৈক মাহমুদ বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম বেলাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন।

১০৩ পড়েছেন