• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দেশে চাঁদাবাজি বেড়েছে, কঠোর হাতে দমন করা হবে’

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪
দেশে চাঁদাবাজি বেড়েছে, কঠোর হাতে দমন করা হবে’

Sharing is caring!

ডেস্ক রির্পোট: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে চাঁদাবাজি বেড়ে গেছে। এটাকে কঠোর হাতে দমন করা হবে। চাঁদাবাজি বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, অপরাধী যেইই হোক, ছাড় পাবে না। ঢাকার বাইরে থেকে যেসব পুলিশ এসেছেন, তাদের অলিগলি চিনতে সময় লাগবে। তাদেরকে একটু সময় দিতে হবে। তিনি বলেন, ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। তবে আরও ভালো করতে হবে। রাস্তার সমস্ত দোকানপাট আপাতত সরানো হবে। তবে ফুটপাতের দোকানগুলো থাকবে।

১২২ পড়েছেন