• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

হত্যার ঘটনায় পলাতক আসামি গ্রেপ্তার

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৪
হত্যার ঘটনায় পলাতক আসামি গ্রেপ্তার

হত্যার ঘটনায় পলাতক আসামি গ্রেপ্তার

Sharing is caring!

ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলার ২৯ দিন পর পলাতক আসামি রাসেল খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর একটি দল৷ গ্রেপ্তার রাসেল খান মেলান্দহ থানার সুলতান খালি গ্রামের বাবুল খানের ছেলে।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্প।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,জামালপুর জেলা মেলান্দহ উপজেলার দুরমুট এলাকায় একাই বসবাস করতেন সেনা সদস্য আব্দুল সালামের স্ত্রী শাহিদা আক্তার। গত ১১ সেপ্টেম্বর সকালে নিজ ঘরে শাহিনা আক্তারকে চোখ, হাত-পা বাঁধায় মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হয় ডাকাতি করতে এসে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনার পরদিন নিহতের ভাই মুঞ্জুরুল ইসলাম মেলান্দহ থানায় একটি মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে ছায়া তদন্তে ও গোয়েন্দা নজরদারির মধ্যে ঘটনার ২৯ দিন পর গত রাতে সদর থানার পলাশীগর থেকে সন্দেহভাজন পলাতক আসামি রাসেল খানকে আটক করে৷

র‌্যাব-১৪ সিপিসি-২ এর সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, আসামিকে জামালপুর জেলার মেলান্দহ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া তাদের অভিযান অব্যাহত রয়েছে।

১১১ পড়েছেন