• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফেসবুক আইডি থেকে বেশ কিছু আবেগঘন পোস্ট দিয়েছেন তনি

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫
ফেসবুক আইডি থেকে বেশ কিছু আবেগঘন পোস্ট দিয়েছেন তনি

Sharing is caring!

আলোচিত এবং নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন। বুধবার (১৫ জানুয়ারি) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্থানীয় সময় রাত ৩টা ৩ মিনিটে মৃত্যু হয়েছে শাহাদাৎ হোসাইনের।

স্বামী শাহাদাৎ হোসাইনের পরিচয় আমরা প্রাউডলি ক্যারি করব ইনশাল্লাহ উল্লেখ করে তিনি লিখেন, আল্লাহ তায়ালা নিশ্চয়ই ওপারে তোমাকে অনেক ভালো রাখবেন, ইনশাল্লাহ।

স্বামীর মৃত্যুর পর থেকেই তাকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে বেশ কিছু আবেগঘন পোস্ট দিয়েছেন তনি। মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

স্ট্যাটাসটিতে তনি লিখেছেন, জানি আর এভাবে ছবি তোলা হবে না, কাজ শেষে যত রাতেই বাসায় ফিরি হয়ত হাসি মুখে দাঁড়িয়ে থাকবে না কেউ—কিন্তু তোমার কাছ থেকে যে মায়া, ভালোবাসা, সম্মান এই অল্প কয়েক বছরে পেয়েছি যেসব ভাবতে ভাবতেই বাকি জীবন চলে যাবে ইনশাআল্লাহ।

তিনি আরও লিখেন, দুনিয়ার মানুষকে আমি একটা কথা আবারও, বারবার জানাতে চাই—আমার দেখা সেরা মানুষ তুমি, বেস্ট হাজব্যান্ড, বেস্ট ফাদার। ওয়াইফ হিসেবে কোনো কমপ্লেনও আমার নেই। আমি অনেক গর্বিত তোমার মতো একজন মানুষ আমার হাজব্যান্ড। আমার সন্তানের বাবা একজন সেরা মানুষ, এইটা ভাবতেই শান্তি লাগে।

শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তনি।

প্রসঙ্গত, তনির স্বামী একজন সফল ব্যবসায়ী। যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। এসবের জবাবও দিয়েছেন তিনি।

৯৫ পড়েছেন